Search

আলিয়া ভাটের বাধ ভাঙ্গা জনপ্রিয়তা

বলিউডের নবাগত সেনসেশন আলিয়া ভাটের সামাজিক যোগাযোগে জনপ্রিয়তা এখন তুঙ্গে

আলিয়া ভাটের টুইটার একাউন্ট

আলিয়া ভাটের টুইটার একাউন্ট

 

আলিয়ার সামাজিক যোগাযোগ একাউন্টগুলো দেখলে যায় তার জনপ্রিয়তার প্রমান। স্টুডেন্ট অব দ্যা ইয়ার ছবি মুক্তি পাওয়ার পর থেকে তার উপমহাদেশ ব্যাপি ব্যাপক নামের প্রসার হতে থাকে। তিনিও যখনই যে ছবিতে সুযোগ পেয়েছেন নিজেকে প্রমান করেছেন । ইয়াং জেনারেশানের কাছে আলিয়ার জনপ্রিয়তা অনেক বেশি। আর তার টুইটার একাউন্টে প্রায় ৪২ লাখ ফলোয়ার রয়েছে।

 

আলিয়া ভাট

আলিয়া ভাট

 

আলিয়া তার টুইটার লিখেছেন ,  দেরি করে হলেও সবাইকে আমার শুভেচ্ছা। আমার ৪০ লাখ ভক্ত, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি কথা দিচ্ছি, তোমাদের সব সময় আনন্দ দিতে থাকবো। সিনেমা,গান ও ফানের মাধ্যমে।

পরিচালক মহেশ ভাটের কন্যা আলিয়া ভাট পরবর্তী বিকাশ ভালের ছবিতে শহিদ কাপুরের বিপরীতে অভিনয় করবে এবং একই তারকা অভিষেক চৌবের  উড়তা পান্জাব ছবিতে দেখা যাবে।

 

লাইক দিন এখানে ঢাকা ম্যাগাজিন

comments