Search

নায়লা নাঈমের মডেলিং ক্যারিয়ার শুরু ও হালের ছবি

নায়লা নাঈমের মডেলিং : দেখে নিন জীবনের প্রথম মডেলিং ছবি সহ আজকের লাইলা নাইমের হলিউডি কিছু ছবি।

 

নায়লা নাঈমের মডেলিং ও নায়লা নাঈম আজকের দিনের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মডেল ও আইটেম গার্ল হলো নাইলা নাইম। ব্যক্তি হিসেবে তাকে  কিছু দিন আগেও হয়ত কেই চিনতো না কিন্তু বর্তমানে বিভিন্ন জনপ্রিয় শিল্পীর গানের মিউজিক ভিডিওতে অংশগ্রহন সহ সময়ের সুপার স্টার অনন্ত জলিলের সাথে স্টেজ পারফর্ম সহ ইত্যাদিতে তাকে দেখা যায় খোলামেলা হলিউডি বা বলিউডের ধাচের পোশাক পড়ে উপস্থিত হতে। আজ তারই কিছু ছবি চলুন দেখে নিই।

 

নায়লা নাঈমের মডেলিং

নায়লা নাঈমের মডেলিং প্রথম ছবি

সর্বপ্রথম যখন নাইলা নাইম তার মডেলিং ক্যারিয়ার শুরু করেন সেদিনের প্রথম ছবিটি হলো উপরের এই ছবিটি।

 

 

নায়লা নাঈমের মডেলিং

নায়লা নাঈম মডেল

প্রথম আলোর ক্যামেরার সামনে এভাবেই পোজ দেন তার ছবির জন্য।

 

 

নায়লা নাঈমের মডেলিং

নায়লা নাঈম

ছবিটি দেখে মনেই হয়না যে এটি কোন বাংলাদেশীর ছবি নাকি কোন বলিউড নায়িকার ছবি।

 

 

নায়লা নাঈমের মডেলিং

নায়লা নাঈম

বাংলাদেশী সুপার মডেল ও আবেদনময়ী নায়িকা

 

 

নায়লা নাঈমের মডেলিং

নায়লা নাঈম

হলিউডের বিভিন্ন ভৌতিক ছবির মতই লাগছে। হতে পারেন কোন বাংলাদেশী ঘোষ্ট রাইডারের ছবি।

 

 

নায়লা নাঈমের মডেলিং

নায়লা নাঈম

যেকোন ঢঙ্গে তিনি ছবি তুলতে প্রস্তুত।

 

 

নায়লা নাঈমের মডেলিং

নায়লা নাঈম

একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে কলকাতার নায়িকাদের মত লাগছে।

 

 

নায়লা নাঈমের মডেলিং

নায়লা নাঈম

এই ছবিটি তোলা তার প্রিয় ফটোগ্রাফার মি: নাসের আবু।

 

তার ক্যারিয়ারের শুরুর তিনি আর এখনকার তিনি কতটা পার্থক্য হয়েছে।

 

লাইক দিতে ক্লিক করুন এখানে ঢাকা ম্যাগাজিন

comments
Leave a Reply

Your email address will not be published.