Search

সানি লিওন ১০০ লিটার দুধে গোসল করলেন

সানি লিওন ১০০ লিটার দুধে গোসল করালেন তার পরিচালক ববি খান। এক পেহেলি লীলা সিনেমাতে সানি লিওনকে দুধে গোসল করতে বললেন কিন্তু সানির এলার্জি থাকায় সমস্যায় পড়তে হয়েছিল। তবে শেষ পর্যন্ত দুধের সাথে পানি গরম করে মিশিয়ে সেটি দিয়ে কাজ কাজ সারতে হয়।

সানি লিওন ১০০ লিটার দুধে

এক বা দুই লিটার নয় পুরো ১০০ লিটার দুধে গোসল করতে হলো সানিকে !

 

সানি লিওন ১০০ লিটার দুধে

সানি লিওন ১০০ লিটার দুধে গোসল করার সময় কিছুক্ষন পরে যখন ঠান্ডা অনুভুত হতে থাকে তখন সমস্যায় পড়লেও তার অভিনয় চালিয়ে যান।

 

সানি লিওন ১০০ লিটার দুধে

এবার প্রথম বারের মত তাকে আইটেম গানে নৃত্য করতে দেখা যাবে। একাজের জন্য তিনি কোরিওগ্রাফার সারুজ খানের সহযোগিতা নিয়েছেন।

 

সানি লিওন ১০০ লিটার দুধে

এক পেহেলী লীলা সিনেমায় তিনি ক্লাসিক্যাল ডান্স করবেন।

 

সানি লিওন ১০০ লিটার দুধে

এই সিনেমায় সানিকে ৩ টি রুপে দেখা যাবে। তার একটি রুপ হলো দেবী। মুলত দেবীকেই দুধে গোসল বা স্নান দেয়া হয় এখানে।

সানি লিওন ১০০ লিটার দুধে

ভিক্টোরায়ান সিক্রেট অ্যাঞ্জেল হিসেবে তাকে দেখা যাবে।

 

সানি লিওন ১০০ লিটার দুধে

এভাবেই একের পর এক নিজেকে আলোচনা আর সমালোচনায় জরিয়ে রাখছেন সানি। খবরের পাতায় থাকছেন নিয়মিত।

আমদের লাইক দিন এখানে ঢাকা ম্যাগাজিন

comments